ওমানে করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে দেশটির সুপ্রিম কমিটি। সোমবার (১২-এপ্রিল) গণমাধ্যমকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, বেশিরভাগ নাগরিক সঠিকভাবে করোনা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করার কারণে ওমানে করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে সংক্রমণের হার বেড়েছে। যে কারণে দেশে করোনা পরিস্থিতি এতো খারাপ হয়েছে।” তিনি আরো বলেন, মহামান্য সুলতান হাইথাম বিন তারিক দেশের সকল নাগরিককে দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন। করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত রেখেছে ওমান সরকার।”
দেশটিতে অনেক নাগরিক গুজবের কারণে করোনা ভ্যাকসিন নিতে চাচ্ছেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “ভ্যাকসিন না নেওয়ার কারণে অনেকেই নিবিড় পরিচর্যা-কেন্দ্রে মারা গিয়েছেন।” দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৭৫১ জন, আইসিউতে ভর্তি রয়েছেন ২৩৪ জন। করোনা মহামারি শুরুর পর থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এটাই সর্বোচ্চ। তিনি আরো বলেন, ‘‘আমরা আশা করছি আগামী শিক্ষাবর্ষের শুরুর আগেই সকল শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল কর্মকর্তা- কর্মচারীকে করোনা ভ্যাকসিন প্রদান করা হবে।”
দেশটির তথ্যমন্ত্রী জানান,‘‘আমাদের সকলকে সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমাদের স্বাভাবিক জীবনে দ্রুত ফিরে আসার নিশ্চয়তায় আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পবিত্র রমজান মাসে সুপ্রিম কমিটির সিদ্ধান্তগুলি পর্যালোচনা করা হচ্ছে। দেশে করোনার পরিমাণ কমে গেলে বর্তমান পরিস্থিতি কিছুটা শিথিল করার কথা জানান তথ্যমন্ত্রী।
এদিকে মহামারী করোনা ভ্যাকসিন নিয়ে উদ্বেগ জানিয়েছে ওমান। আজ সুপ্রিম কমিটির বৈঠক শেষে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডঃ আহমেদ বিন মোহাম্মদ আল সাঈদি গণমাধ্যমকে বলেন, ‘ওমান বিশ্বের প্রথম দেশ, যারা ভ্যাকসিনের জন্য আন্তর্জাতিক জোটে যোগদান করেছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে, বিশ্বব্যাপী ভ্যাকসিন নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন সমস্যা। কিছু দেশ তাদের প্রয়োজনের চেয়ে বেশি পরিমাণে ভ্যাকসিন নিয়ে রেখেছে। আবার কিছু দেশ ভ্যাকসিন রফতানি বন্ধ করে দিয়েছে।”
তিনি বলেন, ‘‘ওই সমস্ত ভ্যাকসিনই ওমানে অনুমোদন দেওয়া হয়, যেগুলো স্বাস্থ্যের জন্য কার্যকর ও সুরক্ষা নিশ্চিত করে। ভ্যাকসিন নিরাপদ না হওয়া পর্যন্ত কোনো ভ্যাকসিনের অনুমোদন দেয়না ওমান। আজ অবধি মুসান্দাম প্রদেশের ১৩ হাজার বাসিন্দাসহ পুরো দেশে এক লাখ ৭০ হাজার মানুষকে করোনা টিকা প্রদান করা হয়েছে। আমরা আশা করছি আগামী শিক্ষা বর্ষ শুরুর আগেই সকল শিক্ষকদের ভ্যাকসিন প্রদান করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post