রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ইউক্রেনের একটি বিস্ফোরকবাহী ড্রোন রাশিয়ার দক্ষিণ আদিগিয়া প্রজাতন্ত্র অঞ্চলের খানস্কায়া সামরিক বিমানঘাঁটিতে আছড়ে পড়ে বলে জানা যায়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার নিউজ আউটলেট ম্যাশ জানিয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি একটি দূরপাল্লার ড্রোন ওই বিমান ঘাঁটির কাছে নিক্ষেপ করা হয়।
ড্রোনের একটি ছবিও প্রকাশ করে ওই সংবাদ মাধ্যম। খানস্কায়া অঞ্চলের প্রধান মুরাত কুম্পিলভ টেলিগ্রামে পৃথক এক বার্তায় জানান, একই এলাকার রডনিকোভি গ্রামে ড্রোন হামলা হয়েছে।
হামলার পর বড় ধরনের আগুনের ফুলকি দেখা দেয় সেখানে। পরে গ্রামটি খালি করার প্রক্রিয়া শুরু হয়।
তিনি জানান, হামলাটি মেকপ শহরের উপশহরকে লক্ষ্য করে হয়েছে, মূলত সেখানেই বিমানঘাঁটিটি অবস্থিত। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post