বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্থায়ী বিমানের পাইলট ও ইঞ্জিনিয়ারদের চাকরির অবসর বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হয়েছে। এতোদিন তাদের ৫৯ বছরে অবসরে পাঠানো হতো।
দুটি পৃথক প্রশাসনিক আদেশে তাদের বয়সসীমা বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) বিমানের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) মো. মতিউল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিমানে কর্মরত স্থায়ী পাইলটদের চাকরির অবসর বয়সসীমা ৬২ বছরে উন্নীত করা হলো। এ আদেশ ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।
একই পরিচালকের স্বাক্ষরে একইদিন জারি করা আরেক প্রশাসনিক আদেশে বলা হয়েছে, পর্ষদের ৩১২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রকৌশল ও ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তরাধীন সব প্রকৌশলী এবং প্রকৌশল কাজে সংশ্লিষ্ট সব টেকনিক্যাল কর্মচারীদের চাকরির অবসর বয়সসীমা ৫৯ বছরের পরিবর্তে ৬২ বছরে উন্নীত করা হলো।
এই আদেশটিও ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে কার্যকর হবে।
৪টি অত্যাধুনিক বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারসহ বিমানের বহরে বর্তমানে মোট ২১টি এয়ারক্রাফট রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post