করোনাভাইরাসে আজ সারা বিশ্বগৃহবন্দি। এই অবস্থায় সবচেয়ে বিপাকে রয়েছে বিভিন্ন দেশে কর্মরত বিদেশি নাগরিকরা। বিভিন্ন দেশ এরই মধ্যে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় যুক্তরাজ্য ও জার্মান দূতাবাস তাদের নাগরিকদের আগামী ১৮ মের মধ্যে দেশে ফিরে যেতে ওমান এয়ারলাইন্সের বিশেষ বিমানে নিবন্ধন শুরু করেছে।
আরও পড়ুনঃ ‘মধ্যপ্রাচ্য থেকে শিগগিরই ২৮ হাজার ফেরত আসবে’
ওমানে অবস্থানরত ইউকে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “আপনি যদি একজন ব্রিটিশ নাগরিক হন এবং দেশের বর্তমান পরিস্থিতিতে ওমান ছাড়তে চান তাহলে আগামী ১৩ই মে’র মধ্যে ওমান এয়ারলাইন্সের বিশেষ বিমানের যাবার সুযোগ নিতে পারেন। দূতাবাস আরো জানিয়েছে আগামী ১৩ই মে পর্যন্ত এই সুযোগ অব্যাহত থাকবে। এর মধ্যে কোনো ব্রিটিশ নাগরিক +968 9595 1000 নম্বরে ফোন দিয়ে বা [email protected] ইমেইল করে নিবন্ধন করতে পারবেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নাগরিকরা নিবন্ধন করতে পারবেন।
https://www.youtube.com/watch?v=rlKq_IX8Wqg
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post