আর কয়েকদিন পরই শুরু হচ্ছে রমজান। এই রমজান মাসে রোজা রেখে করোনা ভ্যাকসিন নেওয়া যাবে কিনা এই বিষয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। তাই আসন্ন রোজায় ভ্যাকসিন গ্রহণের বিষয়ে দেশটির সহকারী গ্র্যান্ড মুফতি শেখ ডাঃ কাহলান আল খারুসি জানিয়েছেন, ‘‘রোজা রাখা অবস্থায় করোনা ভ্যাকসিন গ্রহণ করা যাবে। এতে রোজা ভঙ্গের কোনো কারণ নেই। এই ভ্যাকসিন সম্পর্কিত সকল তথ্য পর্যালোচনা করার পরে তিনি এই সিদ্ধান্ত জানিয়েছেন।
তিনি আরো বলেন, “ভ্যাকসিন মানবদেহে খুব সামান্য পরিমাণে দেওয়া হয়ে। ইসলামী শরিয়ত অনুযায়ী এই ভ্যাকসিন গ্রহণে কোনো সমস্যা হবে না। করোনা ভাইরাস মহামারী দেশের জনগণের অর্থনৈতিক পরিস্থিতি, জীবনযাপন পদ্ধতি, সামাজিক জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করেছে। তাই এই ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে সকলে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তাই জনগণকে গুজব না ছড়িয়ে সঠিকভাবে করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য আহ্বান জানান তিনি। একই সাথে এই ভ্যাকসিন নিয়ে আতঙ্ক বা বিশৃঙ্খলা না ছড়িয়ে এটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য অনুরোধও জানান আল খারুসি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post