বাংলা, ইংরেজি ও হিন্দি গানের পর এবার চীনা ভাষায় গান গাইলেন হিরো আলম। গানটি প্রকাশ হয় হিরো আলমের ইউটিউব চ্যানেলে। ভিডিওতে গিটার বাজিয়ে গাইতে দেখা গেছে তাকে। চীনের ভাষায় গাওয়ার পাশাপাশি গানটিতে বাংলা র্যাপও করা হয়েছে। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাব্বি খান।
বরাবরের মতো এবারও হিরো আলমের নতুন গান ঘিরে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সামালোচনা। তবে এসব কোন কিছুই তোয়াক্কা করছেন না তিনি। এগিয়ে চলছেন আপন গতিতে। তার এই গান শুনে এমডি মানিক নামে একজন লিখেছেন, ইংলিশ, চাইনিজ, হিন্দি, বাংলা, উর্দু সব গান গাইলেন। কিন্তু এখন আমরা একটা জাপানি গান শুনতে চাই। আশা করি, খুব শিগগিরই জাপানি গান নিয়ে হাজির হবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post