ওমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মহামারি করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এমতাবস্থায় করোনা রোগীদের সেবা দিতে ওমানি এবং প্রবাসীদের থেকে স্বেচ্ছাসেবী নিচ্ছে দেশটির সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়ের উপ-সচিব মিশাল বিন আবদুল্লাহ আল ফারসি বলেন, ‘‘ওমানের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী সহ সকলেই আমাদের সাথে স্বেচ্ছাসেবী কাজে অংশগ্রহণ করতে পারবে। আমারা তাদের কাজের মান উন্নত করতে প্রশিক্ষণ প্রদান করবো। যাতে করে তারা আমাদের সঠিকভাবে সহায়তা করতে পারে।”
তিনি আরো বলেন, “স্বেচ্ছাসেবী মনোভাব ওমানী সমাজের একটি বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। দেশের বর্তমান সংকটময় অবস্থায় স্বেচ্ছাসেবীদের সবচেয়ে বেশি প্রয়োজন।
দেশের স্বেচ্ছাসেবীদের স্বাস্থ্য খাত, জনগণকে কাউন্সেলিংসহ বেশ কয়েকটি কাজের দায়িত্ব দেওয়া হবে। এছাড়াও ফটোগ্রাফি, গ্রাফিক ডিজাইন, মিডিয়া কভারেজ, এবং জনসংযোগের মতো সচেতনতা প্রচারেও কাজ করবে তারা।
স্বেচ্ছাসেবীদের অবশ্যই করোনা পরীক্ষা এবং সুপ্রিম কমিটির সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং তাদের বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছর বয়সের মধ্যে হতে হবে। শারীরিকভাবে ফিট থাকতে হবে, প্রয়োজন অনুসারে কাজ করার মানুষিকতা থাকতে হবে।
যে সকল নাগরিক স্বেচ্ছাসেবী কাজে আগ্রহী তাদের www.mosd.gov.om-এ সাইন আপ করতে বলা হয়েছে।
অনলাইনে ফরম পূরণের সময়ে অঞ্চলে কাজ করতে ইচ্ছুক, সে অঞ্চলের নাম, শিক্ষাগত যোগ্যতা এবং চাকরির বর্তমান অবস্থা সম্পর্কে সঠিক তথ্য প্রদান করতে হবে। একই সাথে তারা কি কাজে স্বেচ্ছাসেবক করতে চায় সেই কাজের কথাও উল্লেখ করতে হবে। উল্লেখ্য: এটি বিনা পারিশ্রমে শুধুমাত্র মানবিক সেবায় যারা কাজ করতে ইচ্ছুক, তাদেরকেই আবেদন করতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post