বিশ্বব্যাপী করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ভ্রমণের উপর বেশ কড়াকড়ি আরোপ করেছে ওমান। সোমবার (৫-এপ্রিল) দেশটির সুপ্রিম কমিটির এক বৈঠকে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮-এপ্রিল রাত ১২ টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওমানি নাগরিক ও প্রবাসী ব্যতীত সকল ভ্রমণকারীদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওমানের বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক করতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
কমিটির এই সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ এপ্রিল থেকে ওমানের নাগরিক এবং ওমানের রেসিডেন্স কার্ড বা পতাকাধারী প্রবাসী ব্যতীত কোনো ব্যক্তি ওমান প্রবেশ করতে পারবেননা। নতুন এই আইনে নতুন ভিসার যাত্রীদের ব্যাপারে কিছু না বলাতে আতংকের মধ্যে রয়েছেন বাংলাদেশ থেকে ওমানগামী নতুন ভিসার যাত্রীরা।
এ ব্যাপারে ওমানের কয়েকটি ট্রাভেল এজেন্সিতে খোজ নিয়ে জানাগেছে, এ ব্যাপারে তাদেরও কোনো নির্দেশনা এখন পর্যন্ত দেওয়া হয়নি ওমান সিভিল এভিয়েশন থেকে। তবে নতুন এই ঘোষণার পর বাংলাদেশ থেকে নতুন ভিসার যাত্রীরা তাদের টিকিট ও হোটেল বুকিং বাতিল করতে ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করছে বলে জানিয়েছেন তারা।
তবে গতকাল কমিটির সিদ্ধান্তে বলা হয়েছে, শুধুমাত্র ওমানের রেসিডেন্স কার্ডধারী এবং ওমানি নাগরিক ব্যতীত কেউ ওমান প্রবেশ করতে পারবেনা। কমিটির এই ঘোষণা অনুযায়ী নতুন ভিসার লোক এই মুহূর্তে ওমান যেতে পারবেন না এমনটি ধারনা করছেন সবাই। বর্তমান পরিস্থিতিতে খুব প্রয়োজন না থাকলে স্থানীয় নাগরিক ও প্রবাসীদের ওমানের বাহিরে না যাওয়ার নির্দেশ দিয়েছে কমিটি। সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির সকল প্রদেশের সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের সংখ্যা ৫০ শতাংশ কমানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৫০ শতাংশ লোক অফিসে আসবে এবং বাকি ৫০ শতাংশ লোক বাড়িতে বসে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দুই ঘন্টার জন্য রাত্রিকালীন লকডাউনের সময়সীমা কমানো হয়েছে। গতকাল এক বিবৃতিতে ওমান সুপ্রিম কমিটি জানিয়েছে, আগামী ৮ এপ্রিল পর্যন্ত দেশটিতে লকডাউন অব্যাহত থাকবে। তবে আসন্ন রমজানের সময় রাত ৮ টার পরিবর্তে ৯ টা পর্যন্ত দেশটির সকল নাগরিক ও প্রবাসীরা নিজ প্রয়োজনে বাড়ীর বাহিরে বের হওয়ার অনুমতি পাবে।
এদিকে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান লকডাউনের আওতায় থাকবে বলে জানিয়েছে কমিটি। রমজানের সময় দেশটির সকল নাগরিক রাত ৯ টার পর থেকে ভোর ৪ টা পর্যন্ত বাড়ীর বাহিরে বের হতে পারবে না। একই সাথে এই সময় দেশটির সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post