আরব গালফের বৃহত্তম মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান ফ্রেন্ডি মোবাইলের সৌজন্যে ওমানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার। এই প্রতিযোগিতার মাধ্যমে যেকোনো ওমান প্রবাসী আজ ৪-এপ্রিল থেকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত প্রবাস টাইমের ফেসবুক পেইজের যেকোনো নিউজ লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে পুরষ্কার জিতে নিতে পারবেন। আগামী ১১ এপ্রিলের মধ্যে সর্বোচ্ছ লাইক কমেন্ট এবং শেয়ার কারীকে দেওয়া হবে ফ্রেন্ডি মোবাইলের পক্ষথেকে ১০ রিয়ালের ফ্রি রিচার্জ কার্ড। যা বাংলাদেশী মুদ্রায় ২ হাজার ২০০ টাকার সমপরিমাণ।
এই প্রতিযোগিতায় একজন প্রবাসী চাইলে তার পরিচিতদের মাঝে প্রবাস টাইমের পেইজ থেকে যেকোনো নিউজ শেয়ার করে অথবা বিভিন্ন গ্রুপে শেয়ারের মাধ্যমে পুরষ্কার জিতে নিতে পারেন। প্রযুক্তির সহায়তায় আগামী ১২ এপ্রিল রাতে ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং ওইদিনই দেওয়া হবে পুরষ্কার। এতে ওমানের যেকোনো প্রবাসী যেকোনো অপারেটরের সিম ব্যবহারকারী অংশগ্রহণ করে পুরষ্কার জেতার সুযোগ পাবেন।
এমন ভিন্নধর্মী আয়োজনের ব্যাপারে প্রবাস টাইমের সম্পাদক বাইজিদ আল হাসান বলেন, বর্তমান সময়ে অনলাইন প্লাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কিন্তু এই মাধ্যম ব্যবহার করে করোনাকালীন সময়ে প্রবাসীদের মাঝে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ ছাড়াও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ওমান প্রবাসীদের হয়রানীও করা হয়। আর স্বাভাবিকভাবেই সত্য কোনো ঘটনার চেয়ে গুজব বেশি ভাইরাল হয়। আর তাই প্রবাসীরা যেন সত্য নিউজ গুলো জানতে পারে, সে কারনেই এমন ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া। এতে ওমান প্রবাসীরা সঠিক সংবাদ পাবে এবং করোনাকালীন সময়ে সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবে। প্রবাস টাইমের এমন আয়োজনে সহযোগী হিসেবে দাঁড়ানোর জন্য তিনি ফ্রেন্ডি মোবাইলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য: বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে খুবই অল্প সময়ে ওমানের শীর্ষ বাংলা নিউজ পোর্টালের তালিকায় নাম উঠে এসেছে প্রবাস টাইমের। শুধুমাত্র সংবাদ পরিবেশনের মাধ্যমেই নয় অসহায় প্রবাসীদের পাশেও বিভিন্ন সময় দাঁড়িয়েছে প্রবাস টাইম। করোনাকালীন সময়ে গত বছর এই দিনে প্রায় ১২ লক্ষ টাকার খাদ্য বিতরণ করা হয় ওমান প্রবাসীদের মাঝে।
সেইসাথে শতাধিক অসহায় গরীব প্রবাসীদের পরিবারে ঈদের বাজার দেওয়া হয়। এ ছাড়াও গত বছর রমজান মাসে ওমান প্রবাসীদের নিয়ে প্রতিভার সন্ধানে প্রতিযোগিতার আয়োজন করা হলেও এ বছর খতমে কুরআনের আয়োজন করা হয়েছে। প্রতিদিন ইফতারের পূর্বে ওমান প্রবাসীরা প্রবাস টাইমের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে রেডিওর সূরে পবিত্র কুরআন তেলাওয়াত শুনতে পারবেন। প্রতিদিন এক পারা করে ৩০ দিনে কুরআন খতম দেওয়া হবে এ বছর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post