ওমানে গত মাসে অর্থাৎ মার্চ মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা একশ ছাড়িয়েছে। যা গত ফেব্রুয়ারি মাসের তুলনায় দ্বিগুণ। ওমান টিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ‘‘গত মার্চ মাসে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ১০৪ জন। এই হিসেবে মার্চে দৈনিক মৃত্যুর হার ৩.৫ জন। যা গত ফেব্রুয়ারিতে ছিলো ১.১ জনে।
এমতাবস্থায় করোনা নিয়ন্ত্রণে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সকল নাগরিকদের অবশ্যই করোনার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত। একইসাথে দেশটির বৃহৎ জনগোষ্ঠীকে দ্রুত টিকা কার্যক্রমের আওতায় নিয়ে আসতে হবে। বর্তমানে দেশটিতে দুই মিলিয়নেরও বেশি অতিরিক্ত করোনা টিকার ডোজ বুকিং করা হয়েছে। আশা করা যাচ্ছে শীঘ্রই এই টিকা ওমানে পৌঁছাবে।
দেশটির অর্থনৈতিক বিশ্লেষক ডঃ মোহাম্মদ আল ওয়ারাদি জানিয়েছেন, “ওমানের অর্থনৈতিক ও স্বাস্থ্য-ব্যবস্থা সঠিক নিয়মে পরিচালনার জন্য দেশের সরকার ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। জনগণকে ধৈর্য ধরতে হবে। একই সাথে দেশের বর্তমান পরিস্থিতি আরও খারাপ যেনো না হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে।”
দেশটির মজলিস আশ শূরা সম্প্রতি একটি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এবং করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতিও প্রকাশ করেছে। বিবৃতিতে শূরা কাউন্সিল জানিয়েছে, ‘‘ওমানের সকল নাগরিককে অতিদ্রুত সঠিকভাবে সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। একইসাথে দ্রুত দেশের বৃহৎ জনগোষ্ঠীকে টিকাদান কর্মসূচির আওতায় নিয়ে আসতে হবে।”
এদিকে ওমানে এসে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম চালান। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) এর সাথে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী শনিবার (৩-এপ্রিল) মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই চালানটি।
বৃহস্পতিবার পর্যন্ত ওমানে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকা টিকা নেওয়া নাগরিকের সংখ্যা ছিলো ১ লাখ ৩৯ হাজার ৫২২ জন। এক বিবৃতিতে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘শীঘ্রই ওমানে আরো এক মিলিয়ন ডোজ এসে পৌঁছাবে। যা জনগণের ১০ শতাংশ লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। স্বাস্থ্য বিষয়ক উপ-সচিব এবং সুপ্রিম কমিটির সদস্য ডঃ মোহাম্মদ বিন সাইফ আল হোসনী নলেন, ওমানে জুনের শেষ নাগাদ ৩০% এবং এই বছরের শেষের দিকে ৭০ শতাংশ মানুষকে করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post