করোনা মহামারীতে বিশ্বব্যাপী এক ধরনের নিঃস্তবতা নেমে আসলেও অসাধু কিছু মানুষের অপকর্মের পরিধি আরো বেড়েছে। যার জ্বলন্ত উদাহরণ ছিলো এ দেশের সাহেদ সাব্রিনা গং। আইন প্রয়োগকারী সংস্থার হাতে কিছু প্রতারক ধরা পরলেও অধিকাংশই রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাহিরে।
সম্প্রতি ওমানগামী প্রবাসীদের ভুয়া ইনস্যুরেন্স সহ ভুয়া প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সনদ প্রদান করছে দেশের কিছু অসাধু চক্র। যার প্রমাণ প্রবাস টাইমের হাতে এসেছে। এতে দেখাগেছে, প্রতারক চক্র ওমানের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য ভুয়া হোটেল বুকিং এবং ভুয়া ইনস্যুরেন্স দিয়ে প্রতারণা করছেন ওমান প্রবাসীদের সাথে।
এ ব্যাপারে ওমান থেকে আল সাফার ট্রাভেল এজেন্সির চেয়ারম্যান শেখ ফাহাদ প্রবাস টাইমকে বলেন, “সম্প্রতি তার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বাংলাদেশ থেকে একটা ট্রাভেল এজেন্সি ভুয়া হোটেল বুকিং করে ওমান প্রবাসীদের সাথে প্রতারণা করছে।”
তিনি বলেন, “একজন যাত্রী পহেলা এপ্রিল দেশ থেকে ওমান যান। ওমান যাওয়ার পূর্বে কুমিল্লার একটা ট্রাভেল থেকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য হোটেল বুকিং দেন। উক্ত হোটেল বুকিংয়ে আল সাফার ট্রাভেলস এর নাম ও সিল ব্যবহার করা হলেও আসলে তা ছিলো সম্পূর্ণ ভুয়া।” পরবর্তীতে উক্ত যাত্রী ওমান এয়ারপোর্টে যাওয়ার পর চরম ভোগান্তির মুখোমুখি হন বলে জানান শেখ ফাহাদ।
ভুয়া হোটেল বুকিং ছাড়াও ভুয়া ইনস্যুরেন্স করেও প্রতারণা করা হচ্ছে ওমান প্রবাসীদের সাথে। প্রতারক চক্র বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানির নামে ভুয়া করোনা ইনস্যুরেন্স দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তবে এই ভুয়া ইনস্যুরেন্স নিয়ে বিপাকে পরতে হচ্ছে ওমানে যেয়ে। সহজ সরল প্রবাসীদের সাথে এ ধরনের প্রতারকদের বিরুদ্ধে সরকারের কঠোর নজরদারীর অনুরোধ জানিয়েছেন ওমান প্রবাসীরা।
এমতাবস্থায় প্রবাস টাইমের দর্শকদের জন্য একটা লিংক দেওয়া হইলো, যে লিংকে প্রবেশ করে ঘরে বসেই ইনস্যুরেন্স নকল না অরিজিনাল তা জানতে পারবেন প্রবাসীরা। এতে করে ইনস্যুরেন্স প্রতারণা থেকে রক্ষা পাবেন প্রবাসীরা এবং এয়ারপোর্ট হয়রানী থেকেও মুক্তি পাবেন তারা। অনলাইনের মাধ্যমে ইনস্যুরেন্স চেক করতে এই লিংকে ক্লিক করুন: https://www.tuneprotect.com/emeia/policy-search/
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post