মোটরসাইকেল চালানোর সময় বিড়ালকে আহত করার অভিযোগে মনোতোষ (৪১) নামের এক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মালয়েশিয়ার শাহ আলম দায়রা আদালত।
স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) আদালতে অভিযুক্ত আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। তবে বিচারক রাসিহাহ গাজালির সামনে অভিযোগ পড়ে শোনানোর পর অভিযুক্ত মনোতোষ (৪১) নিজেকে নির্দোষ দাবি করেন।
অভিযোগে বলা হয়, তার বিরুদ্ধে ৭ সেপ্টেম্বর দুপুর সোয়া ২টার মধ্যে ৩১ নম্বর সেকশনের একটি আবাসিক এলাকায় মোটরসাইকেল চালানোর সময় পূর্ণবয়স্ক বিড়ালকে আঘাত করার অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়।
অভিযুক্তের বিরুদ্ধে প্রাণী কল্যাণ আইন ২০১৫ (অ্যাক্ট ৭৭২) এর ২৯(১)(ই) ধারায় অপরাধ করার অভিযোগ আনা হয়েছে এবং দণ্ডবিধির ৩৪ ধারার সাথে পঠিত একই আইনের ২৯(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।দোষী সাব্যস্ত হলে আসামির সর্বনিম্ন ২০ হাজার রিঙ্গিত এবং অনধিক এক লাখ রিঙ্গিত জরিমানা বা অনধিক তিন বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
ভেটেরিনারি সার্ভিসেস বিভাগের প্রসিকিউটর মোহাম্মদ শরীফ সাবরান এক মুচলেকায় ২০ হাজার রিঙ্গিত জামিনের আবেদন করেন এবং আসামি তার পাসপোর্ট আদালতে সমর্পণ করেন। এরপর আদালত অভিযুক্তকে ১৩ হাজার রিঙ্গিত দিয়ে জামিন ও তার পাসপোর্ট আদালতে হস্তান্তর করেন।
এর আগে আদালত মোহম্মদ শরিফের আবেদনে মনোতোষের সঙ্গে থাকার কথা থাকলেও হাজির না হওয়া আরেক বিদেশির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করে।
আগামী ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post