যুক্তরাজ্যসহ ইউরোপ থেকে আগত সকল যাত্রীকে সরকারি কোয়ারেন্টাইন সেন্টার বা সরকার নির্ধারিত আবাসিক হোটেলে নিজ খরচে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এমতাবস্থায় ঢাকার মধ্যে সরকার অনুমোদিত ২৫ টি হোটেলের তালিকা নিম্নে প্রকাশ করা হই। উক্ত হোটেল গুলোতে বিদেশ থেকে আসা যাত্রীরা নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে পারবেন। হোটেলগুলো হচ্ছে:
১, বারিধারার এসকট দ্যা রেসিডেন্ট লিমিটেড ঢাকা,
২, গুলশান-২ এর দি ওয়েস্টিন ঢাকা,
৩, বারিধারার এসকট প্যালেস লিমিটেড,
৪, বনানীর প্লাটিনাম হোটেলস বাই শেলটেক,
৫, উত্তরার হানসা,
৬, শুলশান ২ এর লংবিচ সুইটস ঢাকা,
৭, হোটেল লেক ক্যাসেল,
৮, উত্তরার বেস্ট ওয়েস্টার্ণ প্লাস ম্যাপেল লিফ,
৯, গুলশান ২ এর হোটেল বেঙ্গল ব্লুবেরী,
১০, বারিধারার ডেইজ হোটেল ঢাকা,
১১, উত্তরার মনসুন ইন,
১২, বনানীর হোটেল আফতাব আওয়ার্স রেসিডেন্টস,
১৩, বনানীর গোল্ডেন টিউলিপ,
১৪, গুলশান ২ এর হোটেল ট্রপিক্যাল ডেইজি।
১৫, বনানীর হোটেল সুইট ড্রিম,
১৬, কাওরান বাজারের হোটেল লা ভিঞ্চি,
১৭, বনানীর আমাজন লিলি লেকভিউ রেসিডেন্স,
১৮, বনানীর অমনি রেসিডেন্স,
১৯, নিকুঞ্জের বেস্ট ওয়েষ্টার্ন প্লাস মায়া,
২০, হোটেল গ্রেস ২১,
২১, উত্তরার হোটেল এফোর্ড ইন,
২২, হোয়াইট প্যালেস হোটেল,
২৩, মেরিনো রয়েল হোটেল,
২৪, মেমেন্টো হোটেল,
২৫, রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post