মধ্যপ্রাচ্যের দেশ ওমানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। ফের ভয়াবহ রূপ ধারণ করছে দেশটির করোনা পরিস্থিতি। একের পর এক পদক্ষেপ গ্রহণ করেও লাগাম টানা যাচ্ছেনা করোনার। বুধবার (৩১-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং মৃত ৯ জন। গতকালের চেয়ে আজ মৃত বেড়েছে ২ জন। দেশটির বর্তমান করোনা পরিস্থিতি খুবই ভয়াবহ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা ১৫৬ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ২১৮ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৯৬৬ জন। নতুন ৯ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬৭৮ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৫৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৮ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫১৫ জন। মহামারী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটিতে চলছে রাত্রিকালীন লকডাউন।
এতেও ভালো ফলাফল না মিললে পরবর্তীতে পুরপুরি লকডাউন সহ আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সুতরাং লকডাউনে যাতেকরে গত বছরের মতো কোনো ধরণের ভোগান্তিতে না পরতে হয়, সেজন্য সকলকে অন্তত এক মাস চলার মত নগদ অর্থ সাথে রাখতে অনুরোধ জানিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশীরা।
সেইসাথে যারা এই মুহূর্তে দেশ থেকে পুনরায় ওমান যাওয়ার অপেক্ষা করছেন, তাদেরকে দ্রুত ওমান যেতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও যারা ওমান থেকে দেশে আসতে চাচ্ছেন, তাদেরকেও দ্রুত দেশে আসতে বলা হয়েছে। অন্যথায় গত বছরের ন্যায় ফ্লাইট বন্ধ হলে ভোগান্তিতে পরার আশংকা রয়েছে প্রবাসীদের।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post