ওমানে ভয়াবহ রূপ ধারণ করছে মহামারী করোনা পরিস্থিতি। দিন দিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। কোনো ভাবেই লাগাম টানা যাচ্ছেনা করোনার। মঙ্গলবার (৩০-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৭৩ জন এবং মৃত ৭জন। গতকালের চেয়ে আজ আক্রান্ত বেড়েছে ৩৭৭ জন এবং মৃত বেড়েছে ৬জন। যা দেশটির জন্য খুবই ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা ১৫৪ জন। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৮ হাজার ৫৬ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩৯৮ জন। নতুন ৭ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬৬৯ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৪৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৮৮ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫০৭ জন। মহামারী করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে দেশটিতে চলছে রাত্রিকালীন লকডাউন। এতেও ভালো ফলাফল না মিললে পরবর্তীতে পুরপুরি লকডাউন সহ আরো কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সুতরাং লকডাউনে যাতেকরে গত বছরের মতো কোনো ধরণের ভোগান্তিতে না পরতে হয়, সেজন্য সকলকে অন্তত এক মাস চলার মত নগদ অর্থ সাথে রাখতে অনুরোধ জানিয়েছেন ওমানের বিশিষ্ট প্রবাসী বাংলাদেশীরা।
সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post