ওমানে উল্টোপথে গাড়ি চালালে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচশত ওমানি রিয়াল জরিমানা করে নতুন আইন জারি করেছে দেশটির পাবলিক প্রসিকিউশন। আজ এক বিবৃতিতে পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, ‘‘মাল্টি-ওয়ে রাস্তায় ইচ্ছাকৃত ভাবে উল্টোপথে গাড়ি চালালে চালককে তিন মাসের কারাদণ্ড এবং পাঁচশত ওমানি রিয়াল জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
ভোক্তা আইন লঙ্ঘনে ওমানের দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে ওমানের মাস্কাটের দুইটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানা করা হয়েছে। এই দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশ কয়েকটি ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে
কর্তৃপক্ষ। এক বিবৃতিতে ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুই প্রতিষ্ঠান বিভিন্ন সময় ভুয়া বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করতো। এছাড়াও তারা পোশাক বিক্রয়ে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। গ্রাহকদের অভিযোগ প্রমাণিত হওয়ায় একটি প্রতিষ্ঠানকে ৩০০ ওমানি রিয়াল ও অপরটিকে ১০০ ওমানি রিয়াল জরিমানা করা হয়।”
মাস্কাটের একটি ভবনে ভয়াবহ অগ্নিকান্ডে নিহত-১
ওমানের মাস্কাটের আল সীব এলাকার একটি ভবনে ভয়াবহ আগুন লেগে একজনের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পাবলিক অথরিটি ফর
সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা)। এক বিবৃতিতে প্যাকডা জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর সদস্যরা। তবে এত এক জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আহত একজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post