ওমানে ভয়াবহ রূপ ধারণ করছে মহামারী করোনা। দিন দিন বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। করোনার লাগাম টানতে আজ থেকে শুরু হচ্ছে ফের রাত্রিকালীন লকডাউন। রবিবার (২৮-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ৩দিনে নতুন আক্রান্তের সংখ্যা ২২৪৯ জন এবং মৃত ১১ জন। যেখানে গত রবিবার (২১-মার্চ) নতুন আক্রান্তের সংখ্যা ছিলো ১৬২২ জন এবং মৃত ২ জন। গত রবিবারের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ৬২৭ জন এবং মৃত বেড়েছে ৯ জন। যা দেশটির জন্য ভয়াবহ বিপদ সংকেতের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
বর্তমানে আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা ১৪৫ জন। গত ৩ দিনেই আইসিইউতে ভর্তি হয়েছেন ১৭ জন রোগী। দেশটিতে আক্রান্ত, মৃত এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৮৭ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ৪২০ জন। নতুন ১১ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬৬১ জন। গত ৩ দিনে নতুন সুস্থের সংখ্যা ১৬৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৬৫ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৪৬৬ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
এদিকে বাংলাদেশে গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত আজ। নতুন মৃত্যু ৩৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৯০৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জনে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post