স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারেক। এ ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শুভেচ্ছাবার্তায় তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি রাজপরিবারের সদস্যরা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশে এসেছেন। করোনার কারণে অনেক দেশের রাষ্ট্রপ্রধানগন না আসতে পারলেও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বিশ্বের প্রভাবশালী নেতারা। এখন পর্যন্ত ভিডিওবার্তা পাঠিয়ে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ব্রিটেনের রানি এলিজাবেথ, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পোপ ফ্রান্সিস, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ দেশটির আরও কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রী ও নেতা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে বাণী দেন প্রধানমন্ত্রী স্কট মরিসন।
বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়া বাংলাদেশের মানবাধিকারের এক অনন্য দৃষ্টান্ত বলেও উল্লেখ করেন বাইডেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান তিনি। এছাড়া, জলবায়ু সংকট নিরসনে কাজ করতে বাংলাদেশর প্রতিশ্রুতির প্রশংসা করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বকে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ বিবেচনা করে বলেও উল্লেখ করা হয় চিঠিতে।
এক ভিডিও বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ান বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় তুরস্ক। দুই দেশের ইতিহাসগত এবং ঐতিহ্যগত সামঞ্জস্য রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গাঢ় হবে বলে তিনি আশাবাদী। এদিকে পঞ্চাশ বছর আগে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ উন্নয়ন ধরে রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এছাড়াও বিশ্বের অনেক প্রভাবশালী রাষ্ট্রপ্রধানগন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post