ওমানে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করায় ফের লকডাউনের ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। বৃহস্পতিবার করোনা পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেয় কমিটি। বিষয়টি নিশ্চিত করে ওমানের একাধিক জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী রবিবার অর্থাৎ ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত এই কারফিউ ঘোষণা করা হয়েছে। কারফিউ চলাকালীন দেশটির সকল বাণিজ্যিক কার্যক্রম, ব্যক্তি ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এই নিষেধাজ্ঞা বহাল থাকবে রাত ৮ টা থেকে সকাল ৫ টা পর্যন্ত। সংক্রমণের হার বাড়তে থাকলে লকডাউনের সময়সীমা আরো বাড়বে বলে জানিয়েছে কমিটি। একই সাথে করোনা প্রতিরোধে সুপ্রিম কমিটি আরো কঠোর পদক্ষেপের পরিকল্পনা করেছে বলেও বৈঠকে জানিয়েছে সুপ্রিম কমিটি।
এদিকে ওমান সুপ্রিম কমিটির নতুন ঘোষণার পর আতঙ্ক বিরাজ করছে প্রবাসিদের মাঝে। বিশেষকরে যে সকল প্রবাসী দেশে ছুটিতে এসেছেন অথবা যারা ছুটিতে ওমান থেকে দেশে আসবেন তাদের মাঝে। ফ্লাইট বন্ধের ব্যাপারে অনেকেই চিন্তিত।
মাস্কাট এয়ারপোর্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশের শর্তে প্রবাস টাইমকে জানিয়েছেন, করোনা পরিস্থিতির উপর নির্ভর করে যে কোনো সময় ফ্লাইট বন্ধ ঘোষণা করতে পারে ওমান। সুতরাং যেসকল প্রবাসী দেশ থেকে ওমান যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের দ্রুত ওমান যাওয়ার পরামর্শ দিয়েছেন এই কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post