ওমানে চলছে মহামারী করোনার তৃতীয় ঢেউ। টিকা প্রয়োগ করেও লাগাম টানা যাচ্ছেনা নতুন সংক্রমণের। দেশটিতে গত ৫ মাসের সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর রেকর্ড করেছে আজ। সোমবার (২২-মার্চ) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে আজ নতুন আক্রান্তের সংখ্যা ৭২৮ জন এবং মৃত ৭ জন। আইসিউতে ভর্তি রোগীর সংখ্যা ১০৪ জন।
এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৫২৮ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪৪২ জন। নতুন ৭ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৬২৯ জন। আজ নতুন সুস্থের সংখ্যা ৩৪২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৭২ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩৫৬ জন। মহামারী করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে কোনো ধরণের গুজবে কান না দিয়ে সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে আহ্বান জানিয়েছে দেশটির সরকার।
সেইসাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সুপ্রিম কমিটি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post