চলতি মাসের শেষের দিকে ওমানের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রপাত নিয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। এই সময়ের মধ্যে উপকূল ও ধোফারের পার্বত্য অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতসহ বন্যা, শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
ন্যাশনাল মাল্টি হ্যাজার্ড ওয়ার্নিং সেন্টারের কর্মকর্তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন জানিয়ে আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর থেকে পহেলা অক্টোবর পর্যন্ত বৈরী আবহাওয়া স্থায়ী হতে পারে।
সতর্কবার্তা দিয়েছে ওমানের প্রতিবেশি দেশ সৌদির সিভিল ডিফেন্স সার্ভিসও। প্রায় একই সময়ে সৌদি আরবে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে মক্কার পবিত্র অঞ্চল মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতসহ বন্যা, ও ঝড়ে আক্রান্ত হবে বলে জানা গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post