বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ৫নং মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে এবারের নির্বাচনে সরকার দলীয় তিনজন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছন। এ ইউনিয়নে আওয়ামীলীগের তিনজনসহ মোট চারজন ও ৭নং ভাষানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার (১৮-মার্চ) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দুই ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জন ও মেম্বার পদে ৯৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত (নৌকা) প্রার্থী মজিবুর রহমান কাল্টু ঢালী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন আহম্মেদ, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ খান মনোনয়ন দাখিল করেন।
এছাড়া মেহেন্দিগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য পদে (সাধারণ) ৩৯ জন এবং সংরক্ষিত সদস্য (মহিলা ) পদে ১১ জন মনোনয়ন দাখিল করেন। তাছাড়া ভাষানচর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম চুন্নু, স্বতন্ত্র প্রার্থী কাজী ইউসুফ হোসেন ও ইসলামী আন্দোলন মনোনীত (হাতপাখা) প্রতীকের প্রার্থী জাফর আহম্মেদ ছিদ্দিকি।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানে ছাদ থেকে পড়ে এক বাংলাদেশীর মৃত
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
ভাষানচর ইউনিয়নে ইউপি সদস্য পদে (সাধারণ ) ৩৭ জন এবং সংরক্ষিত সদস্য পদে (মহিলা) ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন। তবে এ নির্বাচনে প্রধান বিরোধীদল জাতীয়পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কোন প্রার্থী মনোনয়ন জমা দেননি।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান আওয়ামীলীগের মনোনীত ২ প্রার্থীর সাথে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ জহিরুল ইসলামের নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post