রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় জুবায়েদ ইসলাম সিয়াম নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সম্প্রতি পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সিয়াম খিলগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত।
পরিবারের সদস্যরা জানান, সিয়াম মোবাইল ফোনে ওমান প্রবাসী এক নারীর সঙ্গে নিয়মিত কথা বলতো। এর সূত্র ধরেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই নারীর সঙ্গে ঝগড়ার জের ধরে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তারা ধারণা করছেন। খিলগাঁও থানার এসআই বদরুল আল-আমিন জানান, বাসার একটি কক্ষ থেকে সিয়ামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
সিয়ামের বাবা জাহিদ খান জানান, বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে এক মেয়ের সঙ্গে পরিচয় হয়েছিল সিয়ামের। ওই মেয়ের সঙ্গে নিয়মিত কথা বলতো সে। মেয়েটির আগেও একবার বিয়ে হয়েছিল। ওই মেয়ে এখন ওমানে থাকে। তাদের মধ্যে মাঝেমধ্যেই ঝগড়া হতো। ঝগড়ার জের ধরে সিয়াম আত্মহত্যা করেছে।
জাহিদ খান বলেন, সকালে সিয়ামের রুমের লাইট জ্বালানো দেখে দরজায় নক করি। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকে দেখি সে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post