করোনা সংক্রমণ রোধে আগামীকাল (১৯ মার্চ) শুক্রবার রাত ১২ টা থেকে কার্গো ফ্লাইট বাদে যুক্তরাজ্যের সাথে সকল ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ওমানের সুপ্রিম কমিটি। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
বুধবার দেশটির করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ হামুদ ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে কমিটি ওমানের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণে সকল ধরনের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়। সেইসাথে বিশ্বে এই রোগের প্রাদুর্ভাব দ্রুত বেড়ে যাওয়া একধরনের উদ্বেগজনক অবস্থা সৃষ্টি করেছে বলে জানিয়েছে কমিটি।
এক বিবৃতিতে কমিটি জানিয়েছে, ওমানে করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে দেশটির রাত্রিকালীন বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের সময়সীমা আগামী ৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
তবে এই বন্ধের আওতামুক্ত থাকবে পেট্রোল পাম্প, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, ফার্মেসী, পেট্রোল পাম্পে অবস্থিত টায়ার বিক্রয় ও মেরামতের দোকান, খাবারের দোকান ও রেস্তোরা থেকে খাবারের হোম ডেলিভারি সেবা।
বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ২১ শে মার্চ থেকে পহেলা এপ্রিল পর্যন্ত দেশটির সকল সরকারী অফিসে ৭০ শতাংশের বেশি লোক অফিসে উপস্থিত না থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
ওমানে করোনায় মৃত্যুর ঝুঁকি মোকাবিলায় সকল ধরণের প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছে কমিটি। সেইসাথে দেশটির স্বাস্থ্য খাতে দায়িত্ব পালনের দক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কমিটি সকল ধরণের কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post