ওমানে করোনার তৃতীয় ওয়েভ শুরু হওয়াতে এখন থেকে এই মহামারী থেকে সুরক্ষার জন্য নাগরিকদের ঘরে ঘরে করোনা টিকা পৌঁছে দিতে সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রথম পর্যায়ে দেশটির মাস্কাট প্রদেশের কমিউনিটি হেলথ প্রোগ্রামের অন্তর্ভুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে টিকা প্রদান করবে স্বাস্থ্য অধিদফতর। টিকা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সরঞ্জামসহ একটি দল প্রস্তুত রাখা হয়েছে।
ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের সূত্রে জানাগেছে, মাস্কাট ও মাতরাহ এলাকায় প্রথমে টিকা দেওয়ার পরে অন্যান্য এলাকায় এই কার্যক্রম শুরু হবে। সকল নাগরিক যেনো টিকার আওতায় আসে সে লক্ষেই বাড়ি বাড়ি যেয়ে এই টিকা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ওমান সরকার।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
এদিকে, ওমানে মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৫৫৮ জন। যাদের মধ্যে এক লাখ ৩৭ হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরো উল্লেখ করেছে যে, বুধবার (১৭-মার্চ) দেশটির ৫০ টি হাসপাতালে নতুন করে করোনায় সংক্রমিত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ২৯১ জন। যাদের মধ্যে ৮২ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post