কিশোরগঞ্জে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে রেডক্রিসেন্ট সোসাইটি। বৃহস্পতিবার (১৮-মার্চ) সকালে কিশোরগঞ্জ সদরের আরজত আতরজান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ড্যানিশ রেডক্রসের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এতে জেলা সদর ও করিমগঞ্জ উপজেলার ১ হাজার দরিদ্র নারীদের হাতে ৪৫০০ টাকা করে মোট ৪৫ লাখ টাকা প্রদান করা হয়।
সেইসাথে সদর উপজেলার দরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা ও স্বামীর হাতে নির্যাতিতা এমন ৬০০ জন নারীদের প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা করে মোট সাতাশ লক্ষ্য (২৭০০০০০) টাকা অনুদান দেয়া হয়। অনুষ্ঠানে পরিবারের নারী প্রধানদের হাতে নগদ টাকা ও সাবান তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।
জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য মনোয়ার হোসেন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির কোষাধ্যক্ষ লুৎফুর রহমান চৌধুরি হেলাল, ড্যানিশ রেডক্রস সোসাইটির কান্ট্রি ডিরেক্টর এমেলিন ম্যানাগব্যানাগ, বিডিআরসিএস এর ডিরেক্টর মিজানুর রহমান, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সদস্য মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম প্রমুখ।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানের সকল ফ্লাইট নিষিদ্ধ করলো যুক্তরাজ্য
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
দাঁড়ি ওয়ালাদের জন্য এক লাখ টাকার অফার ঘোষণা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
সৌদির নতুন শ্রম আইনে কতটা সুবিধা পাবেন বাংলাদেশিরা?
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post