২৩ সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস। দেশটির প্রতিষ্ঠা দিবস হিসেবে পরিচিত দিনটি উদযাপন করা হচ্ছে স্থানীয় সময় সোমবার।
প্রতিবারের মতো এবারও সৌদি আরব অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ৯৪তম জাতীয় দিবস উদযাপন করা হচ্ছে।
এরইমধ্যে দেশটির পূর্বাঞ্চলের আল খোবার সমূদ্রতট এলাকায় দিবসটি উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান পালিত হয়েছে।
এতে বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখা হতে প্রায় তিন হাজার বাংলাদেশি অংশগ্রহণ করেন।
এদিকে জাতীয় দিবস উপলক্ষ্যে ওমান সুলতান হাইথাম বিন তারিকসহ বিভিন্ন দেশের প্রধানেরা সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে শুভেচ্ছা জানিয়েছেন। আগামী দিনে সৌদি আরবের সাথে তাদের দেশগুলোর সম্পর্ক আরও বাড়বে বলেও প্রত্যাশা করেছেন এসব রাষ্ট্রনেতা।
১৯০২ সালের ১৫ জানুয়ারি সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আব্দুর রহমান আল সৌদ এক যুদ্ধের মাধ্যমে তার পৈত্রিক শহর রিয়াদ দখল করেন।
দীর্ঘ প্রায় ৩২ বছর সংগ্রামের পর ১৯৩২ সালের ২১ মে এক রাজকীয় ফরমানের মাধ্যমে আরবের বিভিন্ন অংশের একত্রিকরণের ঘোষণা দেওয়া হয়।
পরবর্তীতে একই বছর ২৩ সেপ্টেম্বর আধুনিক সৌদি আরব গঠিত হয়। সেই থেকে ২৩ সেপ্টেম্বর দিনটিকে সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে গণ্য করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post