আগামী ১৬ এপ্রিল থেকে ওমানে প্রথমবারের মতো কার্যকর হচ্ছে ভ্যাট আইন। দেশটির কর কর্তৃপক্ষ ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) বাস্তবায়নের জন্য ইতিমধ্যেই বেশকিছু নিয়মকানুন জারি করেছে। যা আগামী ১৬ এপ্রিল থেকে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন দেশটির কর কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌদ বিন নাসের বিন রশিদ আল শুকাইলি।
ওমানের জাতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে, রয়্যাল ডিক্রির অধীনে মূল্য সংযোজন কর আইনের মধ্যে অর্থ প্রদান, নিবন্ধকরণ এবং কর আদায় ও করের বিষয়ে আপত্তি বা সমস্যা সমাধানের পদ্ধতি অন্তর্ভুক্ত করা হয়েছে।
কর আইনের বিষয়ে আল শুকাইলি আরো জানান, ‘‘আগামী ১৬ এপ্রিল কার্যকর হওয়া মূল্য সংযোজন করের প্রয়োজনীয় প্রস্তুতি এবং প্রয়োজনীয়তা সম্পন্ন হয়েছে। করের সাথে সম্পর্কিত সমস্যা যেমন আইন ও নির্বাহী বিধিমালা, প্রয়োজনীয় কম্পিউটার সরঞ্জাম প্রস্তুত করা, ওমানে ট্যাক্স পরিচালনা করে এমন সংস্থাগুলির সাথে অনলাইন লিঙ্ক স্থাপন করা এবং কর কর্তৃপক্ষের কর্মীদের ভ্যাটের উপর প্রশিক্ষণ প্রদানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।”
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
প্রথমবারের মতো ওমানে কর আরোপ আইন হওয়াতে বেশ কিছু জটিলতার আশঙ্কা করছেন অনেকেই। আর সেকারণেই ওমান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও কর কর্তৃপক্ষের সহযোগিতায় আজ (১৫-মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সেমিনারের আয়োজন করেছে।
এই সেমিনারে ট্যাক্স কমপ্লায়েন্সের পাশাপাশি ভ্যাট ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াগুলি পর্যালোচনা, ভ্যাট সম্পর্কিত আইনি কাঠামোর সাথে নিজেদের পরিচিত করা এবং ভ্যাটের মূল ধারণাগুলি স্পষ্ট করে কীভাবে এর বাস্তবায়ন করা হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post