ওমানে প্রাইভেটকার চাপায় আব্দুল্লাহ আল নোমান (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২-মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে দেশটির সালালাহ হাদবিন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রবাসীদের সূত্রে জানাগেছে, রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে কাজ শেষ করে মোবাইলে কথা অবস্থায় পায়ে হেঁটে নিজ বাসায় ফিরছিলেন নোমান। কিছুদূর যাওয়ার পর পিছন থেকে একটি দ্রুত গতির প্রাইভেটকার তাকে চাপা দিলে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ আল নোমান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ওহিদুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে নোমান ছিলেন দ্বিতীয়। গণমাধ্যমকে নিহতের ছোট ভাই জি এম নওশাদ জানান, বড় ভাই আব্দুল্লাহ আল মামুন ওমানে থাকার সুবাদে গত দুই বছর আগে সেখানে যান নোমান।
পরে সালালাহ্ হাদ্দিন শহরে আরবির অধীনে একটি দোকানে কাজ নেন নোমান। প্রতিদিন রাতে বাড়ির সবার সঙ্গে মোবাইলে কথা বলতেন। ওইদিনও কাজ থেকে ফেরার পথে সবার সাথে মোবাইলে কথা বলছিলেন নোমান, মোবাইলে কথা বলা অবস্থায় এই দুর্ঘটনা ঘটে।
আরো পড়ুনঃ
ভালো কাজের এই প্রতিদান!
ওমান রুটে বিমানের এ কি হাল!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
এদিকে গতকাল শনিবার সকালে নোমানের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে শোকের মাতম সৃষ্টি হয়। নোমানের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।
এদিকে এক গবেষণায় উঠে এসেছে, ওমানে প্রতি বছর যে পরিমাণ বাংলাদেশী প্রবাসী মারা যান, তাদের প্রায় ৪০ শতাংশই রোড এক্সিডেন্টে মৃত হয়। কারণ হিসেবে উল্লেখ করা হয়, প্রবাসীদের অসতর্ক অবস্থায় রাস্তা পার হওয়া, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার করা, সাইকেল চালানোর সময় মোবাইল ব্যবহার এবং ওমানের ট্রাফিক আইন না বুঝে যত্রতত্র স্থান দিয়ে রাস্তা পার হওয়াকে ইত্যাদি। এ ধরণের দুর্ঘটনা রোধে প্রবাসীদের আরো সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post