চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মো. সাদ্দাম নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফ উল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে যুবলীগ নেতা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হামলার শিকার হওয়া মো. ইব্রাহিম (১৯) নামে এক তরুণের দায়ের করা মামলার আসামি।
তিনি বলেন, গত ৫ সেপ্টেম্বর ইব্রাহিম চট্টগ্রামের বাকলিয়া থানায় সাদ্দাম ও তার সহযোগীদের আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন ইব্রাহিম। এ সময় চট্টগ্রাম বাকলিয়ার যুবলীগ নেতা সাদ্দামসহ আরও ২৫-৩০ জন অস্ত্রধারী সন্ত্রাসী জুবিলি রোডের আমতলা মোড়সংলগ্ন অপর্ণাচরণ স্কুলের সামনে ইব্রাহিমকে এলোপাতাড়িভাবে মারতে থাকে। তাঁকে বাঁচাতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আরও কয়েকজন শিক্ষার্থীও মারধরের শিকার হন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post