পুলিশকে সাথে নিয়ে ওমানের সালালায় অভিযান চালিয়েছে শ্রম মন্ত্রণালয়ের একটি টিম। এসময় ১৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ধোফারের শ্রম কল্যাণ বিভাগ এবং পুলিশ কমান্ডের সহযোগিতায় রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার দায়ে তাদের হেফাজতে নেওয়া হয়। এসব প্রবাসীর বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ গঠন করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্রম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অনুমতি ছাড়া এভাবে অবাধ বাণিজ্যের কারণে স্থানীয়ভাবে অর্থনীতি এবং বৈধ ব্যবসায়ীদের নিদারুণ ক্ষতির মধ্যে পড়তে হয়।
এছাড়া প্রকাশ্যে সড়ক দখল করে বেচাবিক্রি করা প্রণীত বিধিমালার স্পষ্ট লঙ্ঘন। এতে শ্রম বাজারের ভারসাম্যও নষ্ট হয়। কর্মকর্তারা জানিয়েছেন, শ্রম আইনের নির্দেশনা যারাই অমান্য করবেন তাদের বিচারের মুখোমুখি করতে সামনেও এই অভিযান অব্যাহত থাকবে।
সালালার বাসিন্দা ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে শ্রম বিভাগ বলেছে, প্রবাসীরা এই ধরণের কার্যক্রম করলে কর্তৃপক্ষকে যেন তৎক্ষণাৎ অবহিত করেন তারা। পরবর্তীতে অভিযোগ যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post