অবশেষে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে নিজ বাড়িতে দাওয়াত দিলেন ফরিদপুর-৪ আসনের জনপ্রিয় সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান চৌধুরী নিক্সন। সোমবার (৮-মার্চ) ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা ও জনসভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নিক্সন এই দাওয়াত দেন।
অনুষ্ঠানে নিক্সন চৌধুরী মাওলানা মামুনুল হককে উদ্দেশ করে বলেন, ‘আপনি যেহেতু বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে কথা বলেছেন, তাই আমিও আপনাকে সম্মান দিব। আপনি আমার বাড়িতে দাওয়াত খেতে চেয়েছেন, আমি আপনাকে আমার বাড়িতে আনতে পারলে নিজেকে ধন্য মনে করব। আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই, নিজেদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা চলার পথে হয়েই থাকে। আপনার মতো আলেমের কাছে থেকে অনেক কিছু শেখার আছে।’
পূর্বের বিরোধের বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘আপনি (মাওলানা মামুনুল হক) হেফাজতের একজন জাতীয় নেতা ও একজন মওলানা। আপনি আমার নেতা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করেছিলেন, আমি আপনাকে নিয়ে কথা বলেছি। রাজনীতিতে চিরশত্রু বলতে কিছু নাই। আপনি ফরিদপুরে একটি ওয়াজে এসে বঙ্গবন্ধুকে সম্মান দিয়ে কথা বলেছেন, আমি আপনাকে তিন থানার জনগণ নিয়ে সম্মান দিব।’
নিক্সন চৌধুরীর বাড়িতে মাওলানা মামুনুল হকের দাওয়াত খেতে চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনি একজন মাওলানা, যিনি ধর্ম শিক্ষা দিচ্ছেন। আপনিসহ যত মাওলানা রয়েছে আসেন আমি দাওয়াত গ্রহণে উৎসুক। আপনাকে আমার বাড়িতে একবার নয়, শতবার আনতে নিজেকে ধন্য মনে করব।’
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানে নতুন জরিমানার বিধান জারি
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ফেসবুক প্রতারণা থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান
নিক্সন চৌধুরী বলেন, সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন হবে ভাঙ্গায় এবং যুবলীগের ঘাটি হবে ফরিদপুরের ভাঙ্গায়। আমরা সারা বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। তিনি আরও বলেন, আমি গত এক মাসে ৫৪ কোটি টাকার উন্নয়নের কাজ শুধু ঘারুয়া ইউনিয়নে করেছি। যা সারা দেশের কোনো ইউনিয়নে এত বড় উন্নয়ন হয় নাই। আমি তিন থানায় ব্যাপক উন্নয়ন করেছি।
সংবর্ধনা অনুষ্ঠানে ঘারুয়া ইউনিয়নে চেয়ারম্যান জনাব শফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেদায়েত উল্লাহ সাকলাইন।
সাধারণ সম্পাদক ফাইজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী, জেলা পরিষদের সদস্য শেখ শাহিন, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, যুবলীগ নেতা লাভলু মুন্সী, নিরু খলিফা, মতিয়ার রহমান মতি ও বিভিন্ন এলাকার চেয়ারম্যানরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post