“আমরা রাজউককেও বলেছি ভবনের ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করার জন্য,” বলেন বেবিচক চেয়ারম্যান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি ছয়টি ‘অধিক উচ্চতার’ ভবন চিহ্নিত করা হয়েছে; অনুমোদনের চেয়েও প্রায় দিগুণ উচ্চতার ভবন নির্মাণ করায় এগুলো ফ্লাইট ওঠানামায় ঝুঁকি তৈরি করছে।
এমন প্রেক্ষাপটে নির্মাণাধীন পাঁচটি এবং এরই মধ্যে নির্মাণ শেষ হওয়া একটি ভবনের অবৈধ অংশ অপসারণ বা ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এসব ভবন উত্তরায় প্রিয়াংকা রানওয়ে সিটি নামের আবাসন প্রকল্পের ১ নম্বর রোডে অবস্থিত।
বেবিচকের নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদনের চেয়েও প্রায় দিগুণ উচ্চতার এসব ভবন রানওয়ের পাশে হওয়ায় ফ্লাইট ওঠানামায় ঝুঁকি তৈরি করছে।
এ বিষয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ওই ভবনগুলোর অবৈধ অংশ চিহ্নিত করে অপসারণের জন্য আমাদের এটিএম (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) পরিচালককে বলেছি। আমরা রাজউককেও বলেছি ভবনের ঝুঁকিপূর্ণ অংশ অপসারণ করার জন্য। এ বিষয়ে আমরা নিয়মতান্ত্রিকভাবেই এগোচ্ছি।
সরেজমিন পরিদর্শনের পর ‘অবৈধভাবে গড়ে’ ওঠা এসব ভবন চিহ্নিত করার তথ্য তুলে ধরে চিঠিতে বলা হয়, ভবনগুলো বিমানবন্দরের রানওয়ে-১৪ এপ্রোচ ফানেলের পাশে (উত্তরা সংলগ্ন) অবস্থিত।
চিঠিতে বলা হয়, সম্প্রতি এসব ভবন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবীর ভূঁইয়ার নজরে আসে। এরপর তিনি ভবনগুলো অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
বেবিচকের পরিচালককে (সিএনএস) পাঠানো ওই চিঠিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিত করতে নিয়ম বহির্ভূত ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়, উত্তরায় প্রিয়াংকা রানওয়ে সিটির ১ নম্বর রোডের প্লট নম্বর ৯, ১৩, ২৬, ৩০ ও ৩৬ এবং ৩ নম্বর রোডের ৫১ নম্বর প্লটগুলো ওএলএস (অবস্ট্রাকল লিমিটেশন সার্ফেস) এর অনুযায়ী প্রাপ্য উচ্চতার চেয়ে বেশি উচ্চতায় করা হয়েছে।
ওএলএস বলতে প্লেন ওঠানামার আশপাশের স্থাপনা সংক্রান্ত নির্দেশনাকে বোঝায়।
ভবনগুলোর মধ্যে ১ নম্বর রোডের ২৬ নম্বর প্লটটি ৩৫ ফুটের (৩ তলা) অনুমোদন পেয়ে ৮০ ফুট (৭ তলা), ৯ নম্বর প্লট ৩৬ ফুটের (৩ তলা) অনুমোদন পেয়ে ৮০ ফুট (৭ তলা), ১৩ নম্বর প্লটটি ৪৬ ফুটের (৪ তলা) অনুমোদন পেয়ে ৯০ ফুট (৮ তলা), ১৩ নম্বর প্লট ৪৪ ফুটের অনুমোদন নিয়ে ৯০ ফুট, প্লট নম্বর ৩৬ মাত্র ৫৬ ফুট (৫ তলা) এর অনুমোদন পেয়ে ৯০ ফুট (৮ তলা) ভবন নির্মাণ করছে।
এছাড়া ৩ নম্বর রোডের ৫১ নম্বর প্লটটি ৭৩ ফুট (৬ তলার) অনুমোদন পেয়ে।
১১০ ফুট (১০ তলা) ভবন নির্মাণ করছে। এর মধ্যে ৩০ নম্বর প্লটের ভবন নির্মাণকাজ সম্পন্ন হয়ে গেছে।
অনুমোদনের বাইরে এসব ভবনের অবৈধ অংশ নির্মাণের বিষয়ে ভবন মালিক ও প্রিয়াংকা রানওয়ে সিটির মূল প্রতিষ্ঠান ল্যান্ডপ্যাক লিমিটেডের বক্তব্য জানতে পারেনি ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post