ওমানের আল সুইক এবং খাবুরা অঞ্চলে গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। গতকাল ওমানে সর্বোচ্চ ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ওমানের আল দাখেলিয়াহ ও উত্তর আশ শারকিয়াহ প্রদেশের মরুভূমি অঞ্চল ও উন্মুক্ত এলাকায় ধূলিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আজ (রোববার) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ওমানের আবহাওয়া অধিদপ্তর।
তবে ওমানের বেশিরভাগ এলাকার আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশটির আল বুড়াইমির কিছু এলাকা, দক্ষিণ আশ শারকিয়াহ এবং আল ওস্তা প্রদেশে মাঝ রাত এবং ভোরে কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ মাস্কাটে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রী ও সর্বনিম্ন ১৯ ডিগ্রি, সোহারে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২২ ডিগ্রি, ইব্রিতে সর্বোচ্চ ৩০ ডিগ্রি ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি, নিজওয়াতে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২০ ডিগ্রি এবং রুস্তাকে সর্বোচ্চ ৩০ডিগ্রি ও সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানে নতুন জরিমানার বিধান জারি
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
ওমানে প্রবাসীদের গ্রাচুইটি প্রদানের নিয়মে পরিবর্তন
তাপমাত্রা বাড়ার কারণে অনেকেই মৌসুমি জ্বরে আক্রান্ত হতে পারেন। সেক্ষেত্রে নিজেকে সুস্থ রাখতে বেশি বেশি বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন পান করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিশেষকরে যে সকল প্রবাসীরা আউট ডোরে কাজ করেন, তাদেরকে খুব সতর্কতার সাথে কাজ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post