প্রবাসী শ্রমিক নিয়োগে ওমানের শ্রম মন্ত্রনালয়ের দেওয়া বেসরকারী খাতের সুবিধা পাওয়ার জন্য ১৮০ টি ভুয়া ওমানি নাগরিকের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এই ভুয়া ওমানি নাগরিকের মাধ্যমে বেসরকারী প্রতিষ্ঠান গুলো প্রায় ৬৬০ জন প্রবাসীকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘বেসরকারী প্রতিষ্ঠানে প্রবাসী কর্মী নিয়োগে অবশ্যই সেই কোম্পানিতে ওমানি নাগরিকদের নিয়োগের কোটা পূরণ করতে হয়। এই কোটা পূরণের জন্য ভুয়া ওমানি নাগরিকের পরিচয়ে প্রবাসী ব্যাক্তিদের নিয়োগ দিয়েছে বেশ কয়েকটি বেসরকারী সংস্থা।”
মন্ত্রণালয় আরো জানিয়েছে, “ওমানি কর্মীদের চাকরি না দিয়ে দেশটির অনেক বেসরকারি প্রতিষ্ঠান ভুয়া ওমানি নাগরিকের পরিচয়ে প্রবাসী ব্যাক্তিদের নিয়োগ দিচ্ছে। যা কোনো উপায়েই গ্রহণযোগ্য নয়। তাই মন্ত্রণালয় বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা অব্যাহত রাখবে।
কোনো প্রতিষ্ঠান যদি এই ধরণের অপরাধ করে তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিবে মন্ত্রণালয়।” মন্ত্রণালয়ের কাছে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দেখা গেছে যে, দেশটিতে অনেক বেসরকারী প্রতিষ্ঠান তাদের সুবিধামত ওমানি নাগরিক পরিচয়ে প্রবাসী নাগরিকদের নিয়োগ দিচ্ছে। এই ভূয়া নিয়োগ আটকাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওমান।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
কুয়েতে ‘অশ্লীল নাচ’ করা সেই ৪ বাংলাদেশি গ্রে’ফতার
মন্ত্রণালয় জানিয়েছে, ‘দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে দ্রুত এই ধরনের অপরাধ থেকে সড়ে আসতে হবে। অন্যথায় কঠোর আইনের মুখোমুখি হতে হবে। দেশের আর্থিক উন্নয়নে কাজ করার জন্য এই ধরনের অপরাধ কমিয়ে নিয়ে আসতে এবং এ ধরণের কার্যক্রম বন্ধে সকলের প্রতি নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post