পশ্চিমা দেশগুলোর বহুবিধ নিষেধাজ্ঞা ও আপত্তিকে অগ্রাহ্য করে মহাকাশে একটি নতুন গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। ঘটনাটিকে দেশটির মহাকাশ কর্মসূচির অগ্রগতির ক্ষেত্রে আরেকটি পদক্ষেপ হিসেবে গণ্য করা হচ্ছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, চামরান-১ গবেষণা স্যাটেলাইটটির প্রধান লক্ষ্য হলো উচ্চতা ও গতি সম্পর্কিত কক্ষপথে চালনা প্রযুক্তি প্রদর্শনের জন্য হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেমগুলোর পরীক্ষা করা। এই স্যাটেলাইটটির ওজন ৬০ কেজি বা ১৩২ পাউন্ড।
চামরান-১ স্যাটেলাইটটি গহেম-১০০ ক্যারিয়ারের মাধ্যমে কক্ষপথে স্থাপন করা হয়েছে। কক্ষপথে স্থাপনের পর এটি প্রথমবারের মতো সংকেতও সফলভাবে পাঠিয়েছে।
গহেম-১০০ রকেটটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মহাকাশ বাহিনী তৈরি করেছে। এই ক্যারিয়ারটি ইরানের প্রথম তিন ধাপের কঠিন জ্বালারি চালিত স্যাটেলাইট উৎক্ষেপণ যন্ত্র। গত জানুয়ারি মাসে প্রথমবারের মতো এটি ৫০০ কিমি উপরের একটি কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে ব্যবহার করা হয়েছিল।
তবে মহাকাশে ইরানের এমন আধিপত্য বিস্তার ভালো চোখে দেখে না পশ্চিমা দেশগুলো। স্যাটেলাইট উৎক্ষেপণ থেকে বিরত থাকতে ইরানকে বারবার সতর্ক করেছে তারা। তাদের দাবি, এই ধরনের একই প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা যেতে পারে। যার মধ্যে পারমাণবিক ওয়ারহেড সরবরাহের জন্য ডিজাইন করা ক্ষেপণাস্ত্রও রয়েছে।
তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তাদের স্যাটেলাইট ও রকেট উৎক্ষেপণ শুধু বেসামরিক বা প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post