কুয়েতি দিনারকে ব্যাঙ্গ করে ‘অশ্লীল নাচে’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া সেই চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী। শুক্রবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারকারীদের সঠিক পরিচয় এখনো জানা যায়নি।
দেশটির স্থানীয় দৈনিক আল-রাইকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত বলেন, কুয়েতের আইনে ওই চার বাংলাদেশি মুক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস তাদের কুয়েত থেকে দেশে চলে যেতে বাধ্য করবে।
তাদের অপ্রত্যাশিত ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ হচ্ছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে কুয়েতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন রাষ্ট্রদূত।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
উল্লেখ্যঃ কুয়েতি দিনার নিয়ে ‘অশ্লীল নাচে’র ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে ওই চার বাংলাদেশির বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ আনা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post