এবার কোয়ারেন্টাইন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে শুধুমাত্র জরিমানাই নয়, তাদেরকে গ্রেফতারের সিদ্ধান্ত নিলো মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনকারীদের ৮ সংখ্যার কোড ব্যবহার করতে হবে। এই কোড থাকাকালীন কোনো ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন লঙ্ঘন করলে তাকে সহজেই আটক করা সম্ভব হবে বলে জানিয়েছে ওমান।
এক বিবৃতিতে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওমানে ট্র্যাকিং ব্রেসলেট পরা অবস্থায় কিছু ব্যক্তি প্রাতিষ্ঠানিক কোয়ারানটাইন লঙ্ঘন করে বাহিরে বের হওয়ার কারণে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার। নতুন এই সিদ্ধান্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টান ভঙ্গ রোধে অনেক কাজে দিবে বলে মনে করছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
ওমানগামী যাত্রীদের জন্য নতুন আইন
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
সেইসাথে ওমানে আগমনকারী সকল তারাসুদ অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের অবস্থান এই ট্র্যাকিং ব্রেসলেটের মাধ্যমে করা হবে। মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আল শুকাইলি বলেন, “যখন কোনো ব্যক্তি ট্র্যাকিং ব্রেসলেট ব্যবহার করবে তখন তারা কোনো ধরণের কোয়ারেন্টাইন লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে সহজেই ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা তাদের সবসময় ট্র্যাকিয়ের রাখতে পারবো।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post