কর্মকর্তা, সহায়ক ও সাধারণ কর্মচারীদেরকে শিক্ষার্থীদের সঙ্গে ‘তুমি’র পরিবর্তে ‘আপনি’ সম্বোধন করে কথা বলার আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন। এ ছাড়া হল গেটে ধূমপান নিষেধ করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম এক বিবৃতিতে এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, ‘মনে রাখতে হবে, বর্তমান প্রজন্মের ছাত্ররাই আগামী দিনের পথপ্রদর্শক এবং এই ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমেই জাতি সব ধরনের বৈষম্যের অপনোদন করে স্বাধীন মতপ্রকাশের অধিকার অর্জন করেছে। সুতরাং, সব কর্মকর্তা ও কর্মচারীকে অফিসিয়াল কার্যক্রম পরিচালনায় নম্র ও ভদ্রতার পরিচয় রাখার জন্য বলা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ড. জামিরুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন। সেখান থেকেই আমরা এই উদ্যোগটা গ্রহণ করছি। আশা করছি, এর মাধ্যমে শিক্ষার্থী ও কর্মচারী-কর্মকর্তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। আমরা যদি শিক্ষার্থীদের ভালো ব্যবহার উপহার দিতে পারি, তারাও তাই করবে।
আমি আশা করছি, শুধু বঙ্গবন্ধু হল নয়, আরও যে হলগুলো আছে সেখানেও এই কালচার শুরু হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই কালচার (সংস্কৃতি) ছড়িয়ে পড়ুক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post