করোনার নতুন ধরনে সংক্রমিত রোগীর সংখ্যায় রেকর্ড করেছে ওমান। সোমবার (১-মার্চ) দেশটির সরকারী যোগাযোগ কেন্দ্র, (জিসি) জানিয়েছে, ‘‘বেশ কিছুদিন ধরে ওমানে করোনার নতুন ধরনে সংক্রমণের হার বাড়ছে।”
করোনা মোকাবেলার দায়িত্বে থাকা সুপ্রিম কমিটি জানিয়েছে যে, “ওমানসহ বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করোনার নতুন ধরণের রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় সকল নাগরিকদের সঠিকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
বিবৃতিতে আরো বলা হয়েছে, “স্থানীয় পর্যায়ে করোনার অবস্থা বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, ওমানের সকল অঞ্চলেই করোনার নতুন ধরনে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে। একই সাথে দেশটির বেশ কয়েকটি প্রদেশের হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তির মাত্রাও রেকর্ড ছাড়িয়েছে। যা দেশটির জাতীয় বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে।”
আরো পড়ুনঃ
ওমানে নতুন পর্নোগ্রাফি আইন
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ওমানে ফের দোকানপাট বন্ধের ঘোষণা
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
খাশোগি হ’ত্যায় সৌদিআরবের পাশে দাঁড়ালো ওমান
দেশটির সুপ্রিম কিমিটি জানিয়েছে, ‘‘করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়া অবশ্যই দেশে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিশেষ করে বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে এই রোগ বেশি ছড়াচ্ছে ওমানে।
এছাড়াও বর্তমান পরিস্থিতিতে সঠিক স্বাস্থ্যবিধি না মানার কারণেও নতুন স্টেনে সংক্রমিত রোগীর সংখ্যা বাড়ছে। তাই দ্রুত সকল নাগরিকদের সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post