ওমান সাগরে ইসরাইলের একটি জাহাজ বিস্ফোরণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স মার্কিন একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে ‘এমভি হেলিওস রে’ নামের এ জাহাজটি বিস্ফোরণের কবলে পড়ে। এতে জাহাজটির দুইপাশে গর্তের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণটি ঘটেছে তা এখনো পরিষ্কার নয়।
জাহাজের মালিক রামি উনগারের বরাত দিয়ে ইসরাইলের একটি সংবাদমাধ্যম জানায়, বিস্ফোরণের ফলে জাহাজটিতে দেড় মিটার ব্যাসার্ধের দুটি গর্তের সৃষ্টি তবে ইঞ্জিনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা ক্রুদের কেউ হতাহত হয় নি। বিস্ফোরণের পর জাহাজটিকে আবার বন্দরের দিকে ফিরিয়ে নিতে বাধ্য হন ক্যাপ্টেন। গতকাল শুক্রবার প্রকাশিত ছবিতে দেখা যায় জাহাজটি বিধ্বস্ত অবস্থায় রয়েছে।
মেরিন ট্রাফিক ডট কম থেকে পাওয়া স্যাটেলাইট ট্র্যাকিং ডাটার তথ্য অনুযায়ী, সৌদি আরবের দাম্মাম বন্দর থেকে বুধবার জাহাজটি ছেড়ে যায় এবং আগামী ৫ মার্চ সিঙ্গাপুর পৌঁছানোর কথা ছিল।
আরো পড়ুনঃ
ওমান রুটে বিমানের এ কি হাল!
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
প্রবাসীরা রেমিট্যান্সযোদ্ধা নাকি দেশের বোঝা!
পাসপোর্ট নিয়ে চরম ভোগান্তিতে ওমান প্রবাসীরা
জনসনের তৈরি করোনা ভ্যাকসিন এক ডোজই যথেষ্ট
স্যাটেলাইট ট্র্যাকিং ডাটার তথ্য অনুযায়ী, জাহাজটি শুক্রবার প্রায় আরব সাগরে পৌঁছানোর কাছাকাছি অবস্থায় ছিল। কিন্তু হঠাৎ করেই সেটি গতিপথ পরিবর্তন করে এবং হরমুজ প্রণালীর দিকে এগিয়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী, জাহাজটি ওমান সাগরেই অবস্থান করছিল এবং হরমুজ প্রণালীতে পৌঁছাতে পারে নি। জাহাজটির গন্তব্য এখনো সিঙ্গাপুরই রয়েছে।
উক্ত কার্গো জাহাজের প্রকৃত মালিক দেশটির গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের ঘনিষ্ঠ ব্যক্তি বলে ইসরাইলের গণমাধ্যম খবর দিয়েছে। এ জাহাজটির মালিক ৭৪ বছর বয়সী আব্রাহাম উনগার যার ছদ্মনাম রামি। তিনি ইসরাইলের অন্যতম প্রধান ধনাঢ্য ব্যক্তি এবং তিনিই প্রতিষ্ঠা করেছেন তেল আবিবভিত্তিক ‘রে শিপিং লিমিটেড’।
দেখুন আস্ত বিমান কিভাবে খাচ্ছে!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post