রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মালয়েশিয়াতে সেকেন্ড হোম বা দুবাইতে বিনিয়োগ নিয়ে সামাজিক গণমাধ্যমে কিছু ডকুমেন্ট প্রকাশ পেয়েছে। এগুলো যাচাই-বাছাইয়ের কাজ করবে না পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, এর সঙ্গে সম্পর্কিত কোনও কাজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের না। এটি রাষ্ট্রপতির বিষয় এবং খুব স্পর্শকাতর। এটি যথাযথ কর্তৃপক্ষ দেখুক। পররাষ্ট্র মন্ত্রণালয় যদি যুক্ত হয়, সেটি শেষ পর্যায়ে গিয়ে হবে।
রাষ্ট্রপতি মালয়েশিয়ার নাগরিক কিনা সেটি জানতে চাইবেন নাকি-এমন প্রশ্নে তিনি বলেন, অনুমানের ভিত্তিতে আমি আমার দূতাবাসের কাছে কোনও কিছু জানতে চাইবো না।
সীমান্ত হত্যা নিয়ে তিনি জানান, আমরা অবশ্যই শক্তভাবে প্রতিবাদ জানাবো।
ড. তৌহিদ হোসেন বলেন, ভারতের সঙ্গে যখন সোনালী অধ্যায় চলছিল তখনও সীমান্তে হত্যাকাণ্ড হয়েছে। এটিকে আলাদাভাবে দেখার কোনও সুযোগ নেই। এটি একটি অগ্রহণযোগ্য বিষয়।
সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের ভালো সম্পর্ক তৈরির ক্ষেত্রে একটি অন্তরায়। ভালো সম্পর্ক শুধুমাত্র দুই দেশের না, এটির সঙ্গে মানুষও রয়েছে। সীমান্তে যখন কেউ গুলি খেয়ে মারা যায় এর নেতিবাচক প্রভাব সারা দেশে পড়ে বলেও তিনি জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post