ওমানের বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের গাড়িচালক কাম মেসেঞ্জার নিজাম উদ্দিনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একইসাথে সেবা সংক্রান্ত বিষয়ে তার সাথে কোনো প্রকার যোগাযোগ না করার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করেছে দূতাবাস কর্তৃপক্ষ। শুক্রবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের গাড়িচালক কাম মেসেঞ্জার নিজাম উদ্দিনকে গত ৪ সেপ্টেম্বর দূতাবাসের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এমতাবস্থায় ওমান প্রবাসীরা যেন দূতাবাসের পাসপোর্ট বা অন্য কোন কনস্যুলার সেবা সংক্রান্ত বিষয়ে তার সাথে যোগাযোগ না করেন। তবে বিজ্ঞপ্তিতে তাকে চাকরিচ্যুত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post