গতকাল শনিবার রাতে একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি বিমান বাংলাদেশের বিমানের ককপিটের উইন্ডশিল্ডে (প্লেনের সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয়। ওমানের আকাশে উড়ানকালে এই ঘটনা ঘটলে পাইলট তাৎক্ষণিকভাবে দুবাই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার এই বিমানটিতে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা এখনো অস্পষ্ট। তবে এই ধরনের ঘটনা বিমান চলাচলের জন্য কতটা বিপজ্জনক তা বলা বাহুল্য। প্লেনের ককপিটের কাচ ফাটলে পাইলটের দৃশ্যমানতা কমে যায় এবং বিমানের ভেতরে চাপ কমে যেতে পারে, যা যাত্রীদের জন্য বিপজ্জনক হতে পারে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ার পর নিরাপত্তার স্বার্থে বিমানের ক্যাপ্টেন প্লেনটিকে দুবাই ফিরানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে যাত্রীরা দুবাইয়ে আছেন। তাদের দেশে ফেরাতে বিমানের একটি রেসকিউ ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, রেসকিউ ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১২টা ৫০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি স্থানীয় সময় বিকেল ৫টায় দুবাই পৌঁছাবে। আটকে থাকা যাত্রীদের নিয়ে বাংলাদেশ সময় রাত ১০টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
এর আগে, বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে উড়ানকালে ককপিটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেওয়ায় একটি জরুরি অবতরণ ঘটানো হয়েছিল।
এই উড়োজাহাজটি পরিচালনা করছিলেন তানিয়া রেজা, যিনি চিত্রনায়ক ফেরদৌসের স্ত্রী। তার দ্রুত সিদ্ধান্ত এবং দক্ষতার কারণে ২৯৭ জন যাত্রী নিরাপদে দেশে ফিরে আসতে পেরেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post