দক্ষিণ আফ্রিকার লিম্পোপো পুলিশ সার্ভিসের নেতৃত্বে পোলোকোয়ানী থেকে মুসিনা পর্যন্ত এন-১ মহাসড়কে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১১ জন ট্রাফিক অফিসার গ্রেফতার হয়েছে।
শুক্রবার রোড ট্রাফিক ম্যানেজমেন্ট কর্পোরেশন (আরটিএমসি) পোলোকোয়ানে থেকে মুসিনা পর্যন্ত এন-১ মহাসড়কে ভ্রমণকারী বাস-ট্যাক্সি ড্রাইভার এবং মোটরচালকদের কাছ থেকে ঘুস-চাঁদাবাজিসহ বিভিন্ন ভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ১১ জন ট্রাফিক অফিসারকে গ্রেফতার করেছে। তাদের মাঝে ১০ জন পুরুষ এবং একজন মহিলা রয়েছে।
আরটিএমসি সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অফিসারদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে ঘুস নেওয়া, চাঁদাবাজি এবং যান চলাচল আইনের লঙ্ঘনকে উপেক্ষা করা।
আরটিএমসি-এর তদন্ত বিভাগ এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছে। যা হাইওয়ের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছেন। তারা আরও তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছে।
গ্রেফতারকৃতদের শীঘ্রই পোলোকওয়ানে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post