রাজধানীর মিরপুরে রশিদ মাস্টার নামে এক প্রধান শিক্ষককে প্রকাশ্যে জুতাপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম গোলাম মোস্তফা। তিনি পল্লবী থানা বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সভাপতি।
স্থানীয়রা জানান, সেই শিক্ষককে জুতাপেটা ছাড়াও দলীয় লোকজন নিয়ে মারধর করেছেন ওই বিএনপি নেতা। মারধর করার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এসেছে গণমাধ্যমের হাতে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) মিরপুর পল্লবীর ১২ নম্বর মুসলিম বাজারের প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দোকানের সামনে থাকা সড়কে রশিদ মাস্টার দাঁড়িয়ে ছিলেন। তখন তাকে হঠাৎ জুতাপেটা শুরু করেন বিএনপি নেতা গোলাম মোস্তফা। নিজেকে রক্ষা করতে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওই শিক্ষককে পেটাতে থাকেন বিএনপি নেতার লোকেরাও।
জানা গেছে, রশিদ মাস্টার উত্তর কালশী স্কুলের সাবেক প্রধান শিক্ষক। স্থানীয় দোকান বরাদ্দ নিয়ে দ্বন্দ্বের জেরে তাকে মারধর করা হয়েছে। এ ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।
ভুক্তভোগী রশিদ মাস্টার গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে নানা রকমের নির্যাতন হচ্ছে আমার ওপরে। বাজারের দোকান নিয়ে ঝামেলা চলছিল। তারা আমার সব নিয়ে গেছে। আমি অভিযোগ করার পর থেকে আমাকে যেখানে পায় সেখানেই মারধর করছে।
পল্লবী থানার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফার কাছে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে উল্টো অভিযোগ করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, ওই শিক্ষক আমার ওপর অনেক অত্যাচার করেছে। গত ১৬ বছরে আমাকে ৩ বার জেলে পাঠিয়েছে। ডিবি পুলিশ দিয়ে হয়রানি করেছে। এটা আমাদের পারিবারিক দ্বন্দ্ব। আমি তাকে ঠকাইনি। তার কোনো দোকানও নিয়ে নেইনি। সে ভুয়া কাগজপত্র দিয়ে শিক্ষক হয়েছিল। তার সব কিছুই ভুয়া বানানো।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post