করোনা মহামারি প্রতিরোধে ১০ দেশের নাগরিকদের ওমান প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওমান সরকার। আজ ওমান সুপ্রিম কমিটির এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার মধ্যরাত থেকে লেবানন, সুদান, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, নাইজেরিয়া, তানজানিয়া, গিনি, ঘানা, সিওরালিওন এবং ইথিওপিয়া থেকে কোনো নাগরিককে ওমান প্রবেশের অনুমতি পাবেনা।
সুপ্রিম কমিটি জানিয়েছে, ‘‘দেশে করোনা মহামারি রোধে উপরোক্ত দেশগুলোতে আগত নাগরিকদের ওমানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। করোনা থেকে দেশের নাগরিকদের রক্ষা করার প্রচেষ্টার অংশ হিসাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সোমবার (২২-ফেব্রুয়ারি) ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী হামুদ বিন ফয়সাল আল বুসাইদীর সভাপতিত্বে সুপ্রিম কমিটির বৈঠকে দেশে মহামারী রোধে ও সংক্রমণের মাত্রা কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।
এই নিষেধাজ্ঞা আগামী ১৫ দিনের জন্য করা হয়েছে বলে জানিয়েছে কমিটি। তবে এই ১০ দেশ থেকে ওমানি নাগরিক, বিদেশী মিশনের কূটনীতিক এবং দেশে নিযুক্ত স্বাস্থ্যসেবা কর্মী এবং তাদের পরিবার ওমান প্রবেশ করতে পারবে বলেও জানিয়েছে সুপ্রিম কমিটি।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post