ওমানে ক্রমান্বয়ে বাড়ছে মহামারী করোনা সংক্রমণ এবং মৃতের সংখ্যা। সোমবার (২২-ফেব্রুয়ারি) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩০ জন এবং মৃতের সংখ্যা ৩ জন। অথচ গত সোমবার (১৫-ফেব্রুয়ারি) নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ২৮৬ জন এবং মৃতের সংখ্যা ছিলো মাত্র ১ জন।
দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৬৯২ জন এবং মোট সুস্থের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮৪৮ জন। নতুন ৩ জনের মৃত সহ মোট মৃতের সংখ্যা ১ হাজার ৫৫৫ জন। দেশটিতে মোট সুস্থতার সূচক গত ১১ দিন যাবত অপরিবর্তিত অবস্থায় ৯৪. শতাংশ রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৬ জন। এখন পর্যন্ত দেশটির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন ১৭১ জন। যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে আছেন ৫৯ জন।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
বাইডেন প্রশাসনের চাপে ‘কোণঠাসা’ সালমান
ওমানের ৭৪ টি পেশার ভিসা ফি ২০০১ রিয়াল নির্ধারণ
ওমানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশিকা জারি
গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ হয়েছেন ১৯৫ জন রোগী। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই ওমানের বেশকিছু অঞ্চল লকডাউন এবং গোটা দেশের বাণিজ্যিক কার্যক্রমে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। বন্ধ করা হয়েছে দেশটির সমুদ্র সৈকত সহ বিনোদনের স্থান।
মহামারী করোনার নতুন সংক্রমণ থেকে রক্ষা পেতে ওমান সরকারের সকল নির্দেশনা মেনে চলতে নাগরিক এবং প্রবাসীদের অনুরোধ জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে ওমান সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post