মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট নবায়নে হয়রানি এবং দালালদের দৌরাত্ম্য ঠেকাতে যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। গতকাল (২১-ফেব্রুয়ারি) বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ সুখবর দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার।
কুয়ালালামপুরের বাইরে থাকা প্রবাসীদের পাসপোর্ট নবায়ন করতে স্থানীয় পোস্ট অফিস ‘পোস্ট লাজু’র সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ দূতাবাস। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই পোস্ট অফিসের মাধ্যমে নবায়নকৃত পাসপোর্ট প্রবাসীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করছেন মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার।
আরো পড়ুনঃ
কৃত্রিম চাঁদ বানাচ্ছে সৌদি আরব
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
বাইডেন প্রশাসনের চাপে ‘কোণঠাসা’ সালমান
ওমানের ৭৪ টি পেশার ভিসা ফি ২০০১ রিয়াল নির্ধারণ
ওমানে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশিকা জারি
বাংলাদেশ দূতাবাসের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার বলেন, যেখানে বেশিসংখ্যক বাংলাদেশিরা বসবাস করেন সেই জায়গার নিকটস্থ পোস্ট অফিসে পাসপোর্টগুলো পাঠানো হবে। যাতে করে কষ্ট করে আপনাদের দূতাবাসে আসতে হবে না। এতে অর্থ অপচয় হবে না এবং রাস্তাঘাটে হয়রানির শিকারও হবেন না আপনারা।
করোনার বিধিনিষেধের মধ্যেই অনেক প্রবাসী বাংলাদেশি নবায়নকৃত পাসপোর্ট হাতে না পাওয়ার শঙ্কায় থাকলেও দূতাবাসের এ নতুন উদ্যোগে খুশি তারা। প্রবাসীদের সমস্যা নিরসনে স্থানীয় পোস্ট অফিস ‘পোস্ট লাজুর’ এ সেবার কারণে হয়রানি বন্ধ হবে বলে মনে করেন প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post