করোনা সংক্রমণের শঙ্কায় আবারও কুয়েতে বন্ধ হলো ফ্লাইট। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিদেশি কেউ দেশটিতে প্রবেশ করতে পারবেন না। কেবল কুয়েতি নাগরিকরা যাতায়াত করতে পারবেন।
শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। দেশটির এমন সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন দেশে আটকেপড়া প্রবাসীরা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো প্রবাসী কুয়েত ফেরার অনুমতি পাবেন না।
কুয়েতে সিভিল এভিয়েশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম আল কাবাস ও আল আনবা প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করে। উক্ত সংবাদে উল্লেখ করা হয় ২১ ফেব্রুয়ারি হতে কুয়েত মুসাফির ও বালসালামা প্ল্যাটফর্মে নিবন্ধন করে প্রবেশের অনুমতি দিলেও বহির্বিশ্বে মহামারি করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ার কারণে সংক্রমণ রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বাহিরের দেশ হতে আগত স্থানীয় কুয়েতি নাগরিকদের নিজ খরচে ৭ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং পরের ৭ দিন বাসায় কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরো পড়ুনঃ
সহজে ই-পাসপোর্ট করবেন যেভাবে
ইমো-হোয়াটসঅ্যাপের ভয়ঙ্কর ফাঁদে প্রবাসীরা
প্রতারণা নিয়ে ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারী
ওমানে শর্ত মেনে কোম্পানি ব্যবস্থায় কোয়ারেন্টাইনের সুযোগ
হাজার কোটি ডলার ব্যয়ে অত্যাধুনিক শহর বানাচ্ছে সৌদি আরব
উল্লেখ্য: দীর্ঘদিন ফ্লাইট বন্ধের পর আজ (২১ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশসহ নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বের ৩৫টি দেশের অভিবাসীরা সরাসরি কুয়েত প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছিল দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
এর মধ্যেই ফের নতুন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, কুয়েত সরকার ফ্লাইট চালু না করলে অনেকেরই কুয়েত যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। আর এতে করে নেতিবাচক প্রভাব পড়বে রেমিট্যান্সপ্রবাহের উপর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post